প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২০ ১৯:৪২ অপরাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে জাতিয় পার্টির সাবেক উপজেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফ আর নেই (ইন্না লিল্লাহে...রাজেউন)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নেরে ছিলুমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি আকষ্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন।
হাসপাতালে নেয়ার পথেই তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। নিঃসন্তান এ নেতা উপজেলা জাতীয় পার্টির একাধিকবার সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি, সিনিয়র আইনজীবি ও কয়েকটি ব্যাংকের আইন উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
শুক্রবার জুম্মাবাদ লাউড়ী রামনগর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে মাদ্রাসা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে জাতীয় পার্টির এ নেতার মৃত্যুতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতা কর্মী মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।