প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২০ ২১:৩৯ অপরাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি : নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে যশোরের চৌগাছা উপজেলায় রাইটস যশোরের প্লাটফর্ম গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সরকারি কর্মকর্তা, সংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র, এনজিও কর্মীদের নিয়ে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষক কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বর্ক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক।
অনুষ্ঠানে রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার আজাহারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা সময়াজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আছিয়া খাতুন।
বক্তৃতা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে আহবায়ক, প্রভাষক আলাউদ্দীন ও সমাজ কর্মী রাফেজা বেগমকে যযুগ্ম আহবায়ক এবং উপজে আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমানকে সদস্য সচিব করে মোট ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।