প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২০ ১৮:০০ অপরাহ্ন
মণিরামপুর(যশোর)সংবাদদাতা : এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং তাঁর পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনা করে মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় কলেজের হল রুমে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ নুরুজ্জামান সভাপতিত্ব করেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক স্টাডিস বিভাগের সহকারি অধ্যাপক বোরহান উদ্দীন জাকির। অনুষ্ঠানে উপাধ্যক্ষ আফরোজা মাহমুদ, সহযোগি অধ্যাপক আব্বাস উদ্দীন, সুনীল কুমার বিশ্বাস, বিদ্যুৎ রায়, কনিকা দত্ত, মিতা রায়,সহকারি অধ্যাপক এম.আলাউদ্দীন, বি.এম অব্দুল হালিম,দিলরুবা আফরোজ, আসাদুজ্জান, মফিজুর রহমান, নিহার রঞ্জন হালদার, মিজানুর রহমান, এম.এ মতিন, প্রভাষক সুকান্ত ভট্টাচার্য্যসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।