প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২০ ২০:০৪ অপরাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে ২০২০-২০২১ অর্থবছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত ডাল, তৈল ও মসলা জাতীয় ফসলের উৎপাদন প্রযুক্তির উপর তিন দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
মণিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১১-১৩ অক্টোবর তিন ব্যাপি এ প্রশিক্ষণের সমাপনী দিনে উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকারের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর এর উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।
এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর এর অতিরিক্ত উপ-পরিচালক দীপংকর দাস সমাপনী দিনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।