ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের মতবিনিময়


প্রকাশ: ১২ অক্টোবর, ২০২০ ১৮:৪৩ অপরাহ্ন


মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের মতবিনিময়

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) খোরশেদ আলম চৌধুরী মতবিনিময় করেছেন। 

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি একান্ত পরিবেশে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোতাহার হােসেনের সঞ্চালনায় উপস্থিত প্রেসক্লাবের সাংবাদিকগণ মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে মণিরামপুরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়মের ক্ষেত্রে অভিযান পরিচালনা করে ইতিবাচক আমুল পরিবর্তন সাধন করায় সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন। 

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


   আরও সংবাদ