প্রকাশ: ১২ অক্টোবর, ২০২০ ২২:২৭ অপরাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে ২০২০-২০২১ অর্থবছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত ডাল, তৈল ও মসলা জাতীয় ফসলের উৎপাদন প্রযুক্তির উপর তিন দিন ব্যাপি এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে মণিরামপুর কৃষক প্রশিক্ষণ হল রুমে শুরু হয়েছে।
মণিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১১-১৩ অক্টোবর তিন ব্যাপি এ প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকারের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের উপ-পরিচালক(এলআর) সুশান্ত কুমার তরফদার, অতিরিক্ত উপ-পরিচালক দীপংকর দাস ও বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার সেলিম হোসেন। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন।