ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ময়মনসিংহে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামারের ধর্ষণ বিরোধী মানববন্ধন


প্রকাশ: ১২ অক্টোবর, ২০২০ ২২:২১ অপরাহ্ন


ময়মনসিংহে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামারের ধর্ষণ বিরোধী মানববন্ধন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : দেশব্যাপী অব্যাহত পৈশাচিক শিশু-নারী নির্যাতন ও গণ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ময়মনসিংহ উত্তর-দক্ষিণ ও মহানগর জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম। 

রোববার (১১ অক্টোবর) দুপুরে জেলা জাজ কোর্ট প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

জেলা বারের সভাপতি আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এড. নূরুল হক প্রধান অতিথি, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য  এড. রেজাউল করিম চৌধুরী ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন। 

এসময় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা আইন ছাত্র ফোরামের আহ্বায়ক মহিবুল হক রানা টুটুল ও সদস্য সচিব  সাইফুজ্জামান সরকার শাওন মহানগরের আহ্বায়ক কাজী জাকিরুল হক তোহা ও সদস্য সচিব এড. আরিফুল হক সোহাগ দক্ষিণের সদস্য সচিব রাকিব হাসান। এছাড়াও ময়মনসিংহ জেলা বারের  জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর আইনজীবী ফোরাম ও আইন ছাত্র ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।


   আরও সংবাদ