ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে চৌগাছায় বাসদের মানববন্ধন


প্রকাশ: ১২ অক্টোবর, ২০২০ ২২:১৭ অপরাহ্ন


ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে চৌগাছায় বাসদের মানববন্ধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি : সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, খুন-গুম ও দুর্নীতি বন্ধ এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়ে উপজেলা বাসদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন, উপজেলা বাসদের সমন্বয়ক সহ-অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, উপজেলা বাসদের সম্পাদক আব্দুল মালেক, সহ-অধ্যাপক আব্দুল মাজিদ, বাসদ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, রফি উদ্দিন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত আনজুম মিথিলা, বাসদ নেতা ইমরান আহমেদ, জিন্নাত আলী প্রমুখ।

মানববন্ধনে নারী, ভ্যান রিক্সা-চালকসহ সাধারণ পথচারীরা অংশ গ্রহণ করেন।


   আরও সংবাদ