প্রকাশ: ৯ অক্টোবর, ২০২০ ২১:৪৩ অপরাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা পৌরসভার ৪ নং সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল শনিবার ১০ অক্টোবর সকালে। ইতি মধ্যে প্রার্থীরা সকল প্রকার প্রচার প্রচারণা শেষ করেছেন।
মোট ১৯২০ ভোটার যার মধ্যে নারী ভোটার ৯৪৭ আর পুরুষ ভোটর ৯৭৩ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ক্ষমতাসীন দলের মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন, সাবেক কাউন্সিলর সিদ্দিকুর রহমান সিদ্দিক (প্রতীক পাঞ্জাবি), শাহাবুদ্দিন (পানির বোতল), আহাদুল ইসলাম নজরুল (ডালিম), মোহাম্মদ আলী (টেবিল ল্যাম্প), উব্য়াদুল ইসলাম ফন্টু (ব্লাকবোর্ড) ও জাফর ইকবাল (প্রতীক উট পাখি)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামীকাল ১০ অক্টোবর শনিবার চৌগাছা পৌরসভার ৪ নং সাধারণ ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাবেক কাউন্সিলর হারুন অর রশিদের মৃত্যুতে আসনটি শুন্য হয়। একটি মাত্র কেন্দ্র চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহন করা হবে।