প্রকাশ: ৯ অক্টোবর, ২০২০ ১৪:২৫ অপরাহ্ন
বেনাপোল থেকে আশানুর রহমান : করোনায় সবকিছু থেমে গেলেও থেমে নেই শার্শা-বেনাপোল সীমান্তের মাদকের কারবার। দিন দিন বেড়েই চলেছে এ অঞ্চলে পাচার। আর প্রতিদিনই আটক হচ্ছে পাচারকারী। আজও যশোরের শার্শায় ৩৯ বোতল ফেনসিডিলসহ সবুজ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৯ অক্টোবর) ভোর রাতে বাগআঁচড়া মাকলার বিল এলাকা থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক সবুজ বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আশাদুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া মাকলার বিল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে তার ভিতর থেকে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।