প্রকাশ: ৮ অক্টোবর, ২০২০ ১৪:২১ অপরাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি : নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যু দন্ডের দাবিতে যশোরের চৌগাছায় মানব বন্ধন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা উপজেলা সংসদ।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টায় শহরের মুক্তিযোদ্ধা ভাস্কর্য মোড়ে এই মানব বন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন উদীচী শিল্পী গোষ্ঠী উপজেলা সংসদের আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম, উদীচীর যুগ্ন আহবায়ক ও চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উদীচীর উপদেষ্টা চৌগাছা সরকারী কলেজের অবসর প্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম, নির্বাহী সদস্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মাহবুব ও মামুন শামীম লিখন প্রমুখ।