ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাঙ্গাবালীতে মাদকসহ আটক এক


প্রকাশ: ৮ অক্টোবর, ২০২০ ১৩:২০ অপরাহ্ন


রাঙ্গাবালীতে মাদকসহ আটক এক

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে সুমন গাজী (২৮) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
 
গতকাল দুপুরে ১২টা ৪৫ মিনিটে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের কাজির হাওলা জনৈক সালাম প্যাদার বাড়ির পূর্ব পার্শ্বের রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় -বিক্রয় কারার উদ্দেশ্যে অবস্থান কালে তাকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন এদের উপর নজর রাখছে প্রশাসন,বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

রাঙ্গাবালী থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, তার নামে নিয়মিত মামলা রুজু হয়েছে তাকে আদালতে প্রেরণ করা হবে।


   আরও সংবাদ