ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরের ঢাকুরিয়া ইউপি’র উদ্যোগে গরীব শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ


প্রকাশ: ৮ অক্টোবর, ২০২০ ১৯:৩০ অপরাহ্ন


মণিরামপুরের ঢাকুরিয়া ইউপি’র উদ্যোগে গরীব শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মণিরামপুর (যশোর সংবাদদাতা : মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের ২০১৯-২০২০ অর্থবছরে আওতায় গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। 

গতকাল ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের মাঝে বাইকেল ও স্যানিটারী সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। 

উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বলেন, সরকার ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে। 

প্রতিটি ইউনিয়নের এলজিএসপি প্রকল্পের অর্থায়নে ১০জন করে গরীব ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার সুবিধার্থে বাইসাইকেল প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এসব সাইকেল হস্তান্তর যোগ্য নহে বলে তিনি উল্লেখ করেন এবং ছাত্রীদের ১৮ বছরের আগে কোন মতে বিবাহ না করা বা না দেওয়ার জন্য সকল শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষভাবে তাগিদ দেন।  

ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী সরদারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকুরিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, ঢাকুরিয়া-প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বাবলু সিংহ, প্রধান শিক্ষক আব্দুল জব্বার, অন্যান্য শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী -অভিভাবকবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


   আরও সংবাদ