ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় গো খামারিদের মাঝে বিনা মূল্যে উপকরণ বিতরণ


প্রকাশ: ৭ অক্টোবর, ২০২০ ২১:৩৩ অপরাহ্ন


চৌগাছায় গো খামারিদের মাঝে বিনা মূল্যে উপকরণ বিতরণ

চৌগাছায় গো খামারিদের মাঝে বিনা মূল্যে উপকরণ বিতরণচৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে গো খামারিদের মাঝে বিনা মূল্যে গো পালনের উপকরণ বিতরণ হয়েছে। 

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে উপজেলার গো খামারীদের মাঝে চিটা গুড়, দানাদার খাবার, ভিটাটামিন ও মিনারেল প্রিনিক্স বিতরণ করা হয়।

এতে সভপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান ভূইয়া। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র গোস্বামী অনুষ্ঠানটি পরিচালনা করেন। আলোচনা শেষে উপজেলার ১১ জন খামারির মাঝে ৯০ কেজি চিটা গুড়, ১শ ১৫ কেজি দানাদার খাবার, ভিটাটামিন ও মিনারেল প্রিনিক্স বিতরণ করা হয়।

উপজেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ ও প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ২০২০-২০২১ অর্থবছরে প্রদর্শনী বাস্তবায়নের নিমিত্তে মনোনিত খামারীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।


   আরও সংবাদ