ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে ৩টি স’মিলসহ ফার্মেসী ও হোটেল মালিককে জরিমানা


প্রকাশ: ৭ অক্টোবর, ২০২০ ২১:৩০ অপরাহ্ন


মণিরামপুরে ৩টি স’মিলসহ ফার্মেসী ও হোটেল মালিককে জরিমানা

মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে  বন বিভাগের অনুমতি এবং লাইসেন্স না থাকায় একাধিক স’মিল, অবৈধ যৌন উত্তেজক ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ফার্মেসীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছেন। 

বুধবার উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযানের বিষয় নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান ও সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধূরী।

জানা যায়, উপজেলার নেহালপুর বাজারে আব্দুল মজিদের স’মিলে অভিযান চালিয়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, উপজেলার খেদাপাড়া বাজারে শহিদুজ্জমান ও জাহাঙ্গীর আলমের ফার্মেসীতে অভিযান পরিচালনা করে অবৈধ যৌন উত্তেজক জিনসেং মেয়াদোত্তীর্ণ ও বেশি দামে ঔষধ বিক্রির অভিযোগে মালিকদ্বয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উপজেলার ভান্ডারিয়া মোড় ও রোহিতা বাজারে সরোয়ার হোসেন ও তরিকুল ইসলামের স’মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

অপরদিকে, উপজেলার বাকোশপোল বাজারে সেলিম হোসেন ও ভান্ডারিয়া মোড়ের মিলন হোসেনের হোটেলে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশের খাবার বিক্রির অভিযোগে ৩ হাজার করে জরিমানা আদায় করা হয়।


   আরও সংবাদ