প্রকাশ: ৭ অক্টোবর, ২০২০ ২১:২৮ অপরাহ্ন
কালিগঞ্জ থেকে শিমুল : কালিগঞ্জ উপজেলাকে মাদকমুক্তকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ইউএনও মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানজিল্লুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনসহ সকল সরকারি দপ্তরের প্রধান, কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।