প্রকাশ: ৬ অক্টোবর, ২০২০ ১৪:২০ অপরাহ্ন
যশোর সংবাদদাতা : ২২ অক্টোবর শ্রীশ্রী মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনব্যাপী শারদীয় উৎসব। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর সাদা-মাটা হলেও চলছে প্রস্তুতি।
যশোর জেলার আট উপজেলায় এবছর ৬৩২টি মন্দিরে হবে দুর্গাপূজা। গতবছর ৬৭০টি মন্দির ও মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়েছিল। স্থায়ী মন্দির ছাড়া অস্থায়ী কোন মণ্ডপে এবছর এ পূজা না করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাই গত বছরের তুলনায় এবছর পূজার সংখ্যা অনেকটাই কম। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত এ তথ্য জানান।
তিনি আরও জানান, এ বছর সদর উপজেলায় সবচেয়ে বেশি ১২৯টি স্থানে পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে যশোর পৌরসভায় অনুষ্ঠিত হবে ৩৬টি মন্দিরে। অভয়নগরে ১২২টি, কেশবপুরে ৯১টি, মণিরামপুরে ৮৯টি, বাঘারপাড়ায় ৮৩টি, ঝিকরগাছায় ৪৪টি, চৌগাছায় ৪০টি এবং শার্শা উপজেলায় ৩৪টি মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রতিবছর শরতকালে মহালয়ার ৬দিন পর এ উৎসব শুরু হয়। তবে শাস্ত্রমতে এবছর আশ্বিন মাসে দুটো অমাবস্যা হওয়ার কারণে এবারের এ উৎসব পড়েছে হেমন্তকালে।