প্রকাশ: ৩ অক্টোবর, ২০২০ ২২:১৩ অপরাহ্ন
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার টেকনাফ উপজেলাধীন হ্নীলা ইউপিস্থ কোনাপাড়া, উলুসামারী গ্রামের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে কুখ্যাত ডাকাত নুরুল আমিনের বাড়িসহ তার পার্শ্ববর্তী ৪ টি বাড়িতে অবস্থান করে প্রস্তুতি নিচ্ছে।
আজ শনিবার (০৩ অক্টোবর) সকালে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন ২'এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক বার্তায় এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- নুরুল আমিন (৩২), জাফর আলম (৪২), আনোয়ার হোসেন (২১) ও নজির আহম্মদ (৫০)। এসময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৯ রাউন্ড কার্তুজের খালি খোসা, ০৪ রাউন্ড রাইফেল এ্যামুনেশন, ৪ রাউন্ড এলএমজি এ্যামুনেশন, ৪ রাউন্ড রকেট প্যারাসুট ফ্লেয়ার, একটি পুলিশ বেল্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর একটি বিশেষ টহলদল দ্রুত এলাকায় যায় এবং বাড়ি গুলোকে চারদিক থেকে ঘেরাও করে।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মৃত রুহুল আমিনের পুত্র জাফর আলম (৪২) এর বসত ঘর এবং তার পার্শ্ববর্তী আরও ২ টি বাড়ি থেকে ডাকাত চক্রের ০৬-০৭ জন সশস্ত্র ডাকাত পালিয়ে যায়।
তবে টহলদল কুখ্যাত ডাকাত নুরুল আমিন এর বাড়ি থেকে রকেট প্যারাসুট ফ্লেয়ার নিয়ে আলোচনা করা অবস্থায় ৪ জন ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে বাড়িতে তল্লাশী করে আলমিরা ও বক্স খাট এর নীচ থেকে এবং ওয়্যারড্রোবের ড্রয়ারের ভিতর থেকে এই সবঅস্ত্র উদ্ধার করা হয়।
অবৈধ অস্ত্র বহনের দায়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।