ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

টাংগাইলে "পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ মধুপুর"র পক্ষ থেকে বৃক্ষরোপণ


প্রকাশ: ১ অক্টোবর, ২০২০ ২১:৩৯ অপরাহ্ন


টাংগাইলে

বিষেশ সংবাদদাতা :  টাঙ্গাইল জেলার ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মধুপুর’ এর আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি-২০২০ পালন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) মধুপুর উপজেলার বিভিন্ন স্থানে ফুল এবং ফলের গাছ রোপন করেন সংগঠনটি। বৃক্ষ রোপন কর্মসূচি-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জনাব ছয়োয়ার আলম খান (চেয়ারম্যান,মধুপুর উপজেলা)। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের (শিক্ষার্থীদের) এই সেচ্ছাসেবী সংঘঠনটির সর্বপ্রকার জনসেবা ও জনসচেতনতা মূলক কাজে উপজেলা পরিষদ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে। 

সেই সাথে সামনের শীতে করোনা মহামারী পাদুর্ভাব আরো বেশি হতে পারে। সেই স্বার্থে জনসচেতনতা বৃদ্ধির জন্যও এই সংগঠনকে কাজ করার আহ্বান জানান জনাব ছয়োয়ার আলম।

মধুপুর উপজেলার কৃষি কর্মকর্তামাহমুদুল হাসান বলেন, করোনাকালীন সময়ে ছাত্রদের এই মহতী উদ্যোগ ভবিষ্যতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূলে সচেতনতা মৃলক কার্যক্রমে অব্যহতি রাখবে।

এছাড়া  পরে অনুষ্ঠানের সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফা জহুরা। এসময় তিনি বলেন, ভালোকাজের জন্য তোমাদের মধ্যে যে দায়িত্ববোধ জাগ্রত হয়েছে এটি সত্যিই প্রশংসনীয়। তোমরা যারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশুনা করছো সামনের দিনগুলোতে তোমরাই দেশের হাল ধরবে। 

তাই এখন থেকেই যদি এমন দায়িত্ববোধের সাথে কাজ করতে পারো তবেই তোমাদের ভবিষ্যত অপার সম্ভাবনাময় হবে। একই সাথে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সকলকে বিভিন্ন সামাজিক ব্যাধি, বাল্যবিবাহ, মাদকসেবন নিরসনকল্পে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সংগঠনের সদস্যরা সারাদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চালায়। কর্মসূচি সফল করতে রেজা (জাবি),
আলাল (ঢাবি),সনেট (বাকৃবি) সহ আরো অনেকে কাজ করেন। 

এ সময় জাবির ছাত্র রেজা বলেন, জলবায়ূর পরিবর্তন রোধে সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই। মানুষের জীবন বাঁচাতে বৃক্ষের গুরুত্ব অনেক। কাজেই আমরা সবাই এ বর্ষায় গাছ রোপন করে দেশকে আরো প্রাকৃতিকবন্ধন হিসাবে গড়ে তুলতে চাই।


   আরও সংবাদ