প্রকাশ: ১ অক্টোবর, ২০২০ ২০:১৫ অপরাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুরে বাল্য বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জেল-জরিমানা করেছেন। বৃহস্পতিবার বিকেলে বাল্য বিয়ের অভিযোগে কনে, বর ও বরের ভগ্নিপতিকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর আপন হোসেন কেসমত (২৬) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও বরের ভগ্নিপতিকে ১০ হাজার টাকা জরিমানার দন্ড দিয়ে তা আদায় করেন।
আদালত সূত্রে জানাযায়, ঘটনার দিন যশোর সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামের গোলাম মোড়লের ছেলে আপন হোসেন কেসমতের সাথে অপ্রাপ্ত বয়স্ক মণিরামপুর উপজেলার গোবিন্দুপর গ্রামের শফিকুল ইসলামের কন্যা আকলিমা খাতুনের বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান বিয়ে বাড়িতে হানা দেন।
এসময় বাল্য বিয়ের অভিযোগে কনে আকলিমা খাতুন , বর আপন হোসেন কেসমত ও বরের ভগ্নিপতি মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের জামশেদ শেখের ছেলে শাহিনুর রহমানকে আটক করা হয়।
পরে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭-এর ৭ (১) ধারা মোতাবেক বর আপন হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭-এর ৮ ধারা মোতাবেক বরের ভগ্নি শাহিনুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।