প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৫০ অপরাহ্ন
চৌগাছা ( যশোর) প্রতিনিধি : চৌগাছা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক ও উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল কদর আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
নুরুল কদর যশোর জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদকের দায়িত্বেও ছিলেন। কয়েক দিন আগে তিনি জাতীয় পার্টি থেকে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করেন।
সোমবার সন্ধ্যায় শহরের ডিভাইন সেন্টারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি স্হানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্হায়ী কমিটির সদস্য মেজর জেনারেল ( অবঃ) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দীনের হাতে ফুলের তৈরী নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।