ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

দৌলতখানে হাজিপুর ফাযিল মাদ্রাসার মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন


প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৭:১৬ অপরাহ্ন


দৌলতখানে হাজিপুর ফাযিল মাদ্রাসার মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : দৌলতখানে ভোলা জেলার প্রাচীনতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজিপুর ইসলামিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মাদ্রাসাটি ১৯১২ সালে দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতিষ্ঠাকাল থেকেই মাদ্রাসাটি শিক্ষা বিস্তারে সুনাম সুখ্যাতি অর্জন করে আসছে। 

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় হাজিপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহসেন মহোদয়ের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন করেন, দৌলতখান পৌরসভার দুই বারের নির্বাচিত সুযোগ্য মেয়র জাকির হোসেন তালুকদার।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম নবী নবু, চেয়ারম্যান ভবানীপুর ইউনিয়ন পরিষদ, সাবেক কাউন্সিলর ও প্যারেল মেয়র, আবুল ফারাহ মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি একজন সাদা মনের মানুষ জনাব আনোয়ারুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, শাহাবুদ্দীন ভূইয়া, হাযিপুর ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উক্ত মসজিদের ঈমাম মাওলানা ওলিউল্লাহ কবির, বিশিষ্ট সমাজসেবক জনাব, সাইদুর রহমান মামুন,জনাব ফয়জুর রহমান, এলাকার আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা মোহসেন জানান, আমরা মসজিদটি দ্বিতলা ফাউন্ডেশন বিশিষ্ট করবো। কাজটি সম্পন্ন করতে পারলে দ্বি তলায় আমরা হেফয বিভাগের ক্লাস নিবো। আল্লাহর উপর ভরসা করে  খুবই স্বল্প পরিসরে টাকা নিয়ে মসজিদটির কাজটি আরম্ভ করেছি। 

তাই উক্ত মাদ্রসার প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি পর্যান্ত সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, শুভাকাংখী ও দানশীল ব্যক্তিদের সাহায্য একান্তভাবে কামনা করছি। সকলে মহান আল্লাহর কাছে মসজিদটির কাজটি সুসম্পন্ন করতে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।


   আরও সংবাদ