প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৫৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গাউছিয়া এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে তিনজনকে গ্রেফতার করেছেন র্যাব-১১।
গত বুধবার দুপুরে র্যাব-১১’র সিপিএসসি’র অভিযানে ইসমাইল হোসেন (২০), রিফাত (১৮) ও মাসুম মিয়া (২০)’কে চাঁদাবাজি কালে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির সর্বমোট নগদ ৫ হাজার ৩০ টাকা জব্দ করেন।
স্থানীয়রা জানায়, জনৈক রতন মিয়ার নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ভুলতা গাউছিয়া এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালক ও হেলপারদেরদের, গুরুতর আঘাতের ভয়ভীতি-হুমকি প্রদর্শন করে। জোরপূর্বক লেগুনা প্রতি দৈনিক ৮০-১০০ টাকা করে, অবৈধভাবে চাঁদা আদায় করেন রীতিমত।
এবিষয়ে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।