ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঢাবির শিক্ষার্থী শফিকুল হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতকে আসামি গ্রেফতার


প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩২ অপরাহ্ন


ঢাবির শিক্ষার্থী শফিকুল হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতকে আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ২০০৫ সালে রূপগঞ্জ বানিয়াদি গ্রামের মফিজ উদ্দিন মেম্বারের ছেলে “ঢাকা বিশ্ববিদ্যালয়ের” শিক্ষার্থী শফিকুল ইসলামের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বানিয়াদি এলাকায় থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১’র গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি’র একটি আভিযানিক দল চাঞ্চল্যকর শফিকুল হত্যা মামলায়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জলিল মিয়া (৪৮) নারায়ণগঞ্জ রূপগঞ্জের বানিয়াদি গ্রামের মৃত আবেদ আলী প্রধানের ছেলেকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানাযায়, গত ২০০৫ সালে রূপগঞ্জ বানিয়াদি গ্রামের মফিজ উদ্দিন মেম্বারের ছেলে “ঢাকা বিশ্ববিদ্যালয়ের” শিক্ষার্থী শফিকুল ইসলাম (২৪)’কে কতিপয় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করা হয়। 

উক্ত ঘটনায় নিহত শফিকুল ইসলামের পিতা মফিজ উদ্দিন মেম্বার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ধৃত আসামী জলিল মিয়াসহ অন্যান্য আসামীদের দোষী সাব্যস্ত করে, বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন। এই মামলায় বিজ্ঞ আদালত জলিল মিয়া’কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়ে প্রথমে বিদেশে পাড়ি জমায়। 

জানাগেছে, পরবর্তীতে দেশে ফিরে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। এরই প্রেক্ষিতে র‌্যাব কর্তৃক গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১’র একটি বিশেষ আভিযানিক দল, এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর শফিকুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে  গ্রেফতার করতে সক্ষম হন।

এবিষয়ে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


   আরও সংবাদ