প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২০ ১৩:২৪ অপরাহ্ন
বেনাপোল থেকে আশানুর রহমান : বেনাপোল সীমান্ত থেকে ৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ শান্ত হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বেনাপোল পৌর এলাকার বড়আঁচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক শান্ত বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবর আসে, মাদক ব্যবসায়ীরা মাদকের একটি চালান নিয়ে বড়আঁচড়া গ্রামে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ শান্তকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে মঙ্গলবার যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।