প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২০ ২২:৫৫ অপরাহ্ন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে এক প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধন ও স্থানীয় যুব সমাজের যৌথ উদ্যোগে গত শুক্রবার বিকেলে উপজেলার এড়েন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় আব্বাস উদ্দীন একাদশ বনাম রেজওয়ান হোসেন একাদশ।
এ খেলায় আব্বাস উদ্দীন একাদশ ২-১ গোলের ব্যবধানে রেজওয়ান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ঐক্য-বন্ধনের উপদেষ্টা কাজী রাজিবুর রহমান।
ঐক্য বন্ধনের সভাপতি মাহমুদ হাসান সোহাগের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান, বিপ্লব কুমার দাসসহ অন্যারা।