প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২০ ২১:৩২ অপরাহ্ন
চৌগাছা যশোর থেকে ফখরুল ইসলাম : যশোরের চৌগাছায় বৃষ্টির সঙ্গে বাজ পড়ে এক কৃষকের গর্ভবতী গাভীসহ দুটি গরুর মারা গেছে।
আজ রোববার ঘটনাটি ঘটেছে উপজেলার সিংহঝুলী গ্রামের দফাদার পাড়ায়। গরু দুটির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।
অপুরনীয় এ ক্ষতি হওয়ায় কৃষক বিপুল হোসেন দিশেহারা হয়ে পড়েছেন। কৃষক বিপুল হোসেন জানান, তিনি প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
বর্তমানে দেশে ফিরে সামান্য কিছু জমিতে চাষাবাদের পাশাপাশি ক্ষুদ্র গরু খামারি হিসেব গরু পালন শুরু করেন। তার দুটি গরুছিল। একটি গর্ভবতী গাভীর ৪ দিনের মধ্যেই বাছুর প্রসব করার কথা। আরেকটি এঁড়ে (ষাড়)। গরু দুটির আনুমানিক দাম দুই লাখ টাকা।
তিনি জানান, অন্যদিনের মত রোববার সকাল সাড়ে সাতটার দিকে গোয়ালঘর পরিষ্কার করার জন্য পাশেই একটি খোলা মাঠে গরু দুটি বেঁধে রেখেছিলাম। সকাল আটটার দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে প্রায় অন্ধকার হয়ে প্রবল বৃষ্টি শুরু হয়।
তিনি দ্রুত গোয়ালঘর পরিষ্কার শেষে গরু দুটি আনতে যাবেন, এমন সময় বাজ পড়লে গরু দুটি মাটিতে পড়ে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গাভীটি মারা গেছে, আর এঁড়েটি কোনো রকমে নড়াচড়া করছে। সেটি গোয়ালঘরে আনার আগেই মারা যায়। ওই বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের নারীরা আহাজারি করছেন।
স্থানীয় সিংহঝুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিপুলের অনেক ক্ষতি হয়ে গেল।