ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

রাঙ্গাবালীতে বজ্রপাতে চার জেলে আহত


প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২০ ২১:২৮ অপরাহ্ন


রাঙ্গাবালীতে বজ্রপাতে চার জেলে আহত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধ: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ শিকারের গিয়ে বজ্রপাতে  চার জেলে আহত হয়েছেন। 

শনিবার মধ্যরাতে উপজেলার মৌডুবি ইউনিয়ন সংলগ্ন চরতুফানিয়া এঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ছোটবাইশদিয়া গ্রামের রফিক প্যাদার ছেলে মেহেদি প্যাদা (২২), কালাম মৃধার ছেলে নাশির উদ্দিন মৃধা (৪০), একই ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামের জয়নাল সরদারের ছেলে ওসিম (১৮) ও হানিফ মুন্সীর ছেলে সোহরাব মুন্সী (৩০)।

জেলেরা জানায়, সাগর থেকে মাছ আহরণ শেষে চরতুফানিয়া তীরে অবস্থান করছিলো ওই জেলেরা। শনিবার মধ্যরাতে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে তারা আহত হলে আরেকটি জেলে ট্রলার দিয়ে তাদেরকে উদ্ধার করে রোববার সকালে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে )  ডাঃ মো. মনিরুল ইসলাম বলেন, একই পরিবারের তিন সদস্য ও অন্য পরিবারের একজন তারা সবাই মোটামুটি স্বস্থ্য আছে। 

তবে একজনের কানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে  পাঠানো হয়েছে।


   আরও সংবাদ