প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২০ ১১:০২ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : সকল ধর্মের মানুষ ভাই ভাই এই চেতনায় যশোরের মণিরামপুর পৌর এলাকার তরুণ সমাজ সেবক সুমন দাস মসজিদের মুসল্লীদের গরমের কষ্ট লাঘবে নিজ অর্থায়নে মণিরামপুর পৌরসভার গাংড়া দক্ষিণপাড়া জামে মসজিদে সিলিং ফ্যান প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আসন্ন পৌরসভা নির্বাচনে ২নং (গাংড়া-মহাদেবপুর-জয়নগর) ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুমন দাস গাংড়া এলাকায় গণসংযোগ কালে সামাজিক কর্মকান্ড ও দায়বদ্ধতা থেকে মুসাল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে এবং একটু ঠান্ডার পরশ বিলিয়ে দিতে গতকাল শুক্রবার দুপুরে মসজিদ কমিটির সভাপতি ও প্রবীণ আওয়ামীলীনেতা আব্দুল খালেকের হাতে তিনি এ সিলিং ফ্যান তুলে দেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সম্পাদক শফিকুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি ছমির মোল্যা, যুবলীগনেতা আলমগীর হোসেন প্রমুখ।