ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মৃতপ্রায় ক‌পোতাক্ষ ন‌দ খন‌নের জন্য ১৩৩ কো‌টি টাকা বরাদ্দ


প্রকাশ: ৩০ অগাস্ট, ২০২০ ০৪:১০ পূর্বাহ্ন


মৃতপ্রায় ক‌পোতাক্ষ ন‌দ খন‌নের জন্য ১৩৩ কো‌টি টাকা বরাদ্দ

‌চৌগাছা (য‌শোর) সংবাদদাতা : উজানে মহেশপুর-কোটচাঁদপুর অংশে প্রাণ ফিরে পেতে যাচ্ছে মৃতপ্রায় কপোতাক্ষ নদ। ইতিমধ্যে নদটির মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার ৪৪ কিলোমিটার খননের জন্য ১৩৩ কোটি কাটার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।

গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় এই প্রকল্পটি পাশ হয়।

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ২০১০ সালে তার এলাকার গুরুত্বপূর্ণ নদী কপোতাক্ষ খননের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে প্রকল্পটি অনুমোদন পায়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ বলেন, পুনঃখনন হলে কপোতাক্ষ নদ আবার যৌবন ফিরে পাবে। সেই সঙ্গে এলাকার চাষি-জেলেদের মুখে হাসি ফুটবে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাশ্বতী শীল বলেন, কপোতাক্ষ নদ খনন হলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে। জেলেরা আবার নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবে।

সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল বলেন, আগে যেভাবে এ নদীতে পাল তোলা নৌকা চলতো এখনতো আর তা নেই। তবে খনন কাজ সম্পন্ন হলে জেলেরা আবার মাছ ধরতে পারবেন।

তিনি বলেন, কপোতাক্ষের পার থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।


   আরও সংবাদ