ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

ঢাকায় হালকা বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা


প্রকাশ: ৩০ অগাস্ট, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ঢাকায় হালকা বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা

   

কয়েকদিন ধরে গরমের তীব্রতা বেড়েই চলছিল। এরমধ্যে গতকাল শুক্রবার বিকাল থেকেই মেঘলা রয়েছে রাজধানীর আকাশ। এছাড়া আজ শনিবার ঢাকায় কোথাও কোথাও হালকা বৃষ্টিও হচ্ছে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থান করা লঘুচাপটি দুর্বল অবস্থায় রয়েছে। দেশে মৌসুমি বায়ু কম সক্রিয়। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এবং শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।


   আরও সংবাদ