ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

ডিএনসিসি'র অভিযানে মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশ: ১৭ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ডিএনসিসি'র অভিযানে মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

   

স্টাফ রিপোর্টার : অবৈধ স্থাপনা উচ্ছেদে মিরপুরের কালশী রোডে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শফিউল আজমের নেতৃত্বে মোবাইল কোর্ট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হয়।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃক মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়। 

কালশী সাংবাদিক আবাসিক এলাকার সামনে থেকে মিরপুর সেকশন-১১ এর পূরবী সিনেমা হলের সামনে পর্যন্ত সড়ক দ্বীপে (মিডিয়ান) নিকটস্থ ব্যবসায়ীরা অবৈধভাবে গ্রিল ও আসবাবপত্র রেখেছিলেন। এর ফলে ডিএনসিসি কর্তৃক লাগানো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো।

আজ এসব অবৈধভাবে রাখা প্রায় ৩ শতাধিক জানালার গ্রিল, আসবাবপত্র ইত্যাদি উচ্ছেদ করে নিলামে দেওয়া হয়। ৪ হাজার ১০০ টাকায় এসব গ্রিল ও আসবাবপত্র নিলামে দেওয়া হয়। এ এলাকায় অবৈধভাবে স্থাপিত ১০০টি দোকান উচ্ছেদ করা হয়।

এছাড়া অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করায় এবং ট্রেড লাইসেন্স না থাকায় ৪টি দোকানের মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


   আরও সংবাদ