ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

গ্রিন প্রাইজ প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে বাংলাদেশের মেয়ে নাজবিন


প্রকাশ: ৩ জুন, ২০২১ ০৭:৩৯ পূর্বাহ্ন


গ্রিন প্রাইজ প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে বাংলাদেশের মেয়ে নাজবিন

রকি আহমেদ:

‘গ্রিন প্রাইজ-২০২১’ এর চূড়ান্ত ধাপে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশের মেয়ে সওগাত নাজবিন খান। প্রতিযোগিতাটির আয়োজক যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘টেন বিলিয়ন স্ট্রং’। এখন তার সামনে সুযোগ এসেছে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে আরো একবার বিশ্বমঞ্চে তুলে ধরার। 

এর আগেও বাংলাদেশকে বিশ্বের সামনে উপপস্থাপন করেছেন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যুবদূত নাজবিন খান। বর্তমানে বিশ্বব্যাংকের গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট নেটওয়ার্টে জলবায়ু বিষয়ক দূত হিসেবে কাজ করছেন বাংলাদেশের মেয়ে নাজবিন। ইকসা বাংলাদেশ এর ইয়ুথ অ্যাডভাইজর এরও দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া ইউনেস্কোর সহায়তায় পরিচালিত ‘দি আর্থ প্রজেক্ট’ এর যুবদূত হিসেবেও কাজ করছেন নাজবিন।

এবারের প্রতিযোগিতায় তার চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজন অনলাইন ভোট। ভোট প্রদানের শেষ সময় বাংলাদেশ সময় আগামী শুক্রবার (০৪ জুন) সকাল ১০টা। ভোট প্রদানের লিংক:https://www.survio.com/survey/d/O6K2D8Q4V5Z4B6L8N


উল্লেখ্য, নাজবিন পরিবেশবান্ধব জ্বালানী নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ জার্মান সরকারের আন্তর্জাতিক ‘গ্রিন ট্যালেন্ট’ পুরস্কারে ভূষিত হন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখায় ‘কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড’, ‘এশিয়া ইয়ং পার্সন অব দ্যা ইয়ার’, ‘এশিয়া টোয়েন্টি-ওয়ান ইয়ং লিডার’, ‘ফোর্বস থার্টি আন্ডার থার্টি’, ‘জি টোয়েন্টি ইয়ং গ্লোবাল চেঞ্জার’ ‘ইয়ং সোসাইটাল লিডার’সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন তিনি।


   আরও সংবাদ