ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

ডিএসসিসি'তে অবৈধ দোকান, গ্যারেজ উচ্ছেদ


প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ডিএসসিসি'তে অবৈধ দোকান, গ্যারেজ উচ্ছেদ

স্টাফ রিপোর্টার : আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ফুটপাত ও রাস্তা দখল করে থাকা প্রায় অর্ধশতাধিক অবৈধ খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী ডিএসসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ জানান, এসব খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ অবৈধভাবে রাস্তা ও ফুটপাত এর উপর গড়ে উঠেছে। 

এসব অবৈধ স্থাপনা মানুষের চলাচলের পাশাপাশি স্বাভাবিক জনজীবনও বাঁধাগ্রস্ত করছে। ডিএসসিসির মাননীয় মেয়রের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা ও অবৈধ ক্যাবলের  বিরুদ্ধে ডিএসসিসি'র উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। 

আগামীকাল সোমবার (১৭ আগস্ট) ধলপুরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এইডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ ও সেসব প্রজননস্থলের বিরুদ্ধে ডিএসসিসি পরিচালিত ৩টি ভ্রাম্যমাণ আদালতের হালনাগাদ তথ্য-উপাত্ত পাওয়ার পরই  সে সম্পর্কে আপডেট দেওয়া হবে 


   আরও সংবাদ