প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
কুবি থেকে এমএস আলম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এবং বিশ্ববিদ্যালয় পরিবার।
এই সময় উপাচার্য বলেন, 'আমাদের ইচ্ছা ছিল বড় আয়োজনে দিবসটি পালন করব। কিন্তু পুুরো বিশ্ব আজ থমকে আছে। করোনা আমাদের স্বাভাবিক জীবনে পুরোদস্তুর বদ্ধ করে রেখেছে। তবুও শিক্ষা মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। আমরা একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছি। আপনারা সেখানে আমন্ত্রিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. আবু তাহের। শিক্ষক সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখ, প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।