ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

ইবি'তে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ইবি'তে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ইবি থেকে শাহীন আলম : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তালন করে অর্ধনমিত করেন উপাচার্য অধ্যাপক ড.হারুন-উর-রশিদ আসকারী। 

একই সাথে কালো পতাকা উত্তালন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ।

এরপর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখে অবস্থিত মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন সমিতি, পরিষদ, অনুষদ, বিভাগ ও হলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মােনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষরােপন করা হয় এবং বাদ যােহর কেদ্রীয় মসজিদে মিলাদ-মাহফিলের আয়ােজন করা হয়।


   আরও সংবাদ