ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

এ মাসে শোককে শক্তিতে রূপান্তর করে সেবা দিতে হবে : ভূমি সচিব


প্রকাশ: ১০ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


এ মাসে শোককে শক্তিতে রূপান্তর করে সেবা দিতে হবে : ভূমি সচিব

স্টাফ রিপোর্টার : ভূমি সচিব মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাত বার্ষিকীর এ মাসের শোককে শক্তিতে রূপান্তর করে তাঁর আদর্শকে বুকে ধারণ আমাদের আরও ভালোভাবে কাজ করার মাধ্যমে সেবা দিতে হবে।  
 
আজ সোমবার (১০ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান কর্তৃক ভূমি মন্ত্রণালয়ে সৌজন্যমূলক ভাবে প্রদত্ত মুখের মাস্ক সহ সাধারণ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিতরণ করার সময় ভূমি সচিব এ কথা বলেন। 

উল্লেখ্য, যথাযথ সামাজিক দূরত্ব নিশ্চিত করে কয়েক ভাগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
 
ভূমি সচিব এ সময় সরকারি কর্মচারীদের উদ্দেশে বঙ্গবন্ধুর অমর অনুশাসন সবাইকে স্মরণ করিয়ে দেন। 

তিনি বলেন, আমরা যারা সরকারি চাকরি করি তাদের উদ্দেশে বঙ্গবন্ধু বলেছেন, - “সমস্ত সরকারি কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে, তাদের সেবা করুন। যাদের জন্য যাদের অর্থে আজকে আমরা চলছি, তাদের যাতে কষ্ট না হয়, তার দিকে খেয়াল রাখুন।" 
 
ভূমি সচিব আরও বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের একটি গুণগত উত্তরণ ঘটেছে আমরা জাতিসংঘ পুরস্কার পেয়েছি। ভালো কাজের মাধ্যমে আমাদের এ স্বীকৃতি ধরে রাখতে হবে এবং বর্তমান পরিস্থিতি থেকেও আরও উত্তরণ করতে হবে। 
 
এ সময় ভূমি সচিব সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি বিধি মোতাবেক অফিস করার পরামর্শ দেন। এছাড়া তিনি বলেন নির্দেশনা অনুযায়ী অসুস্থ ও সন্তান সম্ভবাদের অফিসে আসার প্রয়োজন নেই।


   আরও সংবাদ