প্রকাশ: ৩ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
বশেমুরবিপ্রবি থেকে খাদিজা জাহান : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয় (বশেমুরবিপ্রবি)এর প্রাণীসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসলিমা সিদ্দিকা রিমুর হার্টের উন্নত চিকিৎসার জন্যে জরুরি ভিত্তিতে আর্থিক সাহায্য প্রয়োজন।
ফেসবুক গ্রুপ 'বশেমুরবিপ্রবি পরিবার' থেকে জানা যায়, রিমু গত মাসের ১৭ তারিখ হার্টের সমস্যা নিয়ে কক্সবাজার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।সেখানে অনেক টাকা ব্যয় হয়।
গত দুইদিন থেকে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্যে ৩-৩.৫ লাখ টাকার প্রয়োজন,যা পিতৃহারা নিম্নবিত্ত রিমুর পরিবারের জন্যে একার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।ইতিমধ্যে তার পরিবার থেকে ১ লক্ষ টাকা জোগাড় করেছেন।
চরম সংকটময় এই মুহুর্তে রিমুর পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের এই সাহায্যের বিনিময়ে বেঁচে যেতে পারে একটি বোনের জীবন, একটি পরিবারের স্বপ্ন।
সাহায্যের জন্য একটি বিকাশ একাউন্ট ও রকেট একাউন্টের নাম্বার -
বিকাশঃ01832223551 (তোফায়েল ৩য় বর্ষ)
রকেটঃ016876419477(শায়ান ৩য় বর্ষ