ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন হাবিপ্রবি উপাচার্য


প্রকাশ: ৩১ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন হাবিপ্রবি উপাচার্য

হাবিপ্রবি থেকে আবু সাহেব : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম।

এ উপলক্ষে তিনি সবার সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, ঈদ-উল-আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদের মর্মবাণীই হচ্ছে মানুষের কল্যাণ, মঙ্গল এবং মানুষে মানুষে সুসম্পর্ক বজায় রাখা। তাই তো এদিন  ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। 

এটাই ঈদ-উল-আযহার চিরন্তন আবেদন।আশা করি মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে বিশ্বব্যাপী ভয়ানক এই অমানিশা অচিরেই কেটে যাবে। বাংলাদেশের মানুষ আবারও করোনাত্তোর নতুন ও সুন্দর পৃথিবীতে একসঙ্গে  উৎসব উদযাপন করবে। আবারও ঘুরে দাঁড়াবে মানুষ। এক্ষেত্রে সবাইকে ধৈর্য্য ধরতে হবে।

তিনি করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও গণজমায়েত এড়িয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদ-উল-আযহা উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সবার প্রতি আহ্বান জানান। 

পাশাপাশি সম্ভব হলে করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি আহবান জানান তিনি। 

তিনি আরও বলেন, আসুন আমরা নিজে নিরাপদ থাকি, পরিবার-সমাজকে সুরক্ষিত রাখি-এটাই হোক এবারের ঈদ-উল-আযহার প্রত্যয়। সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা-ঈদ মুবারাক।


   আরও সংবাদ