ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের ঐচ্ছিক তহবিল থেকে ৯ লাখ টাকা বিতরণ


প্রকাশ: ২৪ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের ঐচ্ছিক তহবিল থেকে ৯ লাখ টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার : আজ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদ হলরুমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। এসময় ২০১৯-২০ অর্থবছরের বরাদ্দ থেকে ১১৫ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪ লক্ষ ৯৭ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমুখ। 

প্রধান অতিথি হিসেবে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে সংযুক্ত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, করোনাভাইরাসের এই দুঃসময়ে সরকার বিভিন্নভাবে অসহায় মানুষকে সহায়তা করছে । আজকের ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অনুদানের পরিমাণ কম হলেও এটা সরকারের আন্তরিকতা ও সদিচ্ছার প্রতিফলন। 

তিনি অনুদানের টাকা সদ্ব্যবহার করার জন্য গ্রহীতাদের প্রতি আহবান জানান। তিনি বলেন, মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থদেরও অনতিবিলম্বে ত্রাণ বিতরণ করা হবে। 

উল্লেখ্য, এর পূর্বে জেলার জুড়ী উপজেলায় শাহাব উদ্দিনের ঐচ্ছিক তহবিল হতে ৭৮ জন ব্যক্তি ও ৪ টি প্রতিষ্ঠানের নিকট ৪ লক্ষ তিন হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।


   আরও সংবাদ