ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

পশুর হাটে স্বাস্থ্য বিধি বাস্তবায়নে ইজারা গ্রহীতাদের প্রতি মেয়রের নির্দেশ


প্রকাশ: ২১ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


পশুর হাটে স্বাস্থ্য বিধি বাস্তবায়নে ইজারা গ্রহীতাদের প্রতি মেয়রের নির্দেশ

স্টাফ রিপোর্টার : কোরবানি পশুর হাটে স্বাস্থ্য বিধি এবং অন্যান্য শর্ত বাস্তবায়নের জন্য ইজারা গ্রহীতাদের প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কড়া নির্দেশ। 

আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৪টায় গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে ৬টি পশুর হাট ইজারা গ্রহীতাদের ডেকে এ নির্দেশ দেন। 

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, জাকির হোসেন উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, করোনা ভাইরাসের গণসংক্রমণ এড়াতে প্রত্যেক ইজারা গ্রহীতাকে কোরবানি পশুর হাটে সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ইজারা বাতিল করা হবে।  

তিনি আরো বলেন, হাট মনিটরিং করার জন্য ওয়ার্ড কাউন্সিলরের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। তারা হাটগুলো প্রতিদিন পরিদর্শন করবেন। এছাড়া প্রতিটি হাটে একটি করে মোবাইল কোর্ট থাকবে। স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত মেনে চলছে কিনা তা নিশ্চিত করতে একটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসি এলাকায় মোট ৬টি পশুর হাট বসবে। এর মধ্যে ১টি স্থায়ী হাট এবং ৫টি অস্থায়ী হাট। স্থায়ী হাটটি গাবতলীতে বসবে। অস্থায়ী ৫টি হাটগুলো হচ্ছেঃ উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন হতে উত্তর দিকে বিজিএমইএ ভবন পর্যন্ত খালি জায়গা, কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমূখী রাস্তার উভয় পাশের খালি জায়গা; ভাটারা (সাইদ নগর) পশুর হাট, এবং উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা। 

দরপত্র আহবানের পরও জনস্বার্থে ৬টি হাটের ইজারা বাতিল করা হয়। ইজারা বাতিলকৃত হাটগুলো হচ্ছে, বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাব নগর), ভাষানটেক রাস্তার অব্যবহৃত ও পরিত্যক্ত অংশ ও পাশের খালি জায়গা, উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিম অংশ এবং ২ নম্বর ব্রিজের পশ্চিম পাশের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ; মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, এবং মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন বছিলা হাট।


   আরও সংবাদ