ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় ডিএসসিসি'র ৭ কর্মী কর্মচ্যুত 


প্রকাশ: ১৮ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় ডিএসসিসি'র ৭ কর্মী কর্মচ্যুত 

   

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত ৫ জন পরিচ্ছন্নতাকর্মী ও দুইজন মালীকে কর্মচ্যুত করা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় কর্পোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে।

গত ১৬ জুলাই ডিএসসিসি'র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে ৭ জনকে কর্মচ্যুত করা হয়।

এরা হলেন- পরিচ্ছন্নতাকর্মী শ্রী মতি উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম এবং মালী সিরাজ বেপারী ও সাইদুর রহমান।

অফিস আদেশে বলা হয়, যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে তাঁরা কর্পোরেশনে মাস্টার রোলে (কাজ করলে মজুরি, না করলে নেই) কাজ করতেন। আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মীদের বয়স ইতোমধ্যে ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে কর্মচ্যুত করা  হলো। 

জনস্বার্থ জারিকৃত এই অফিস আদেশ ১৭ জুলাই থেকে কার্যকর হয়েছে এবং দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন বিদায় তারা কর্পোরেশন বিধিমালা মোতাবেক কোন ধরণের আর্থিক সুবিধা প্রাপ্য হবে না।


   আরও সংবাদ