ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

গুলশানে ডিএনসিসির মোবাইল কোর্ট


প্রকাশ: ২৯ জুন, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


গুলশানে ডিএনসিসির মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ এর অধীন গুলশান-২ এর ৯১ নম্বর সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএনসিসি। 

সোমবার (২৯ জুন) সকাল ১১ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির  প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। 

এসময়ে ফুটপাত থেকে প্রায় ২৫ টি অবৈধ টং দোকান অপসারণ করা হয়েছে, তবে কাউকে জরিমানা বা শাস্তি প্রদান করা হয়নি। এছাড়া ৯১ নম্বর সড়কটি দীর্ঘদিন যাবত লোহার ফেঞ্চ ও কাঁটাতার দ্বারা বন্ধ করা ছিলো। 

আজ এই ফেঞ্চটি পুরোপুরি অপসারণপূর্বক রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। অভিযানে গুলশান থানা পুলিশ এবং ডিএনসিসির যান্ত্রিক ও অন্যান্য বিভাগ প্রত্যক্ষ সহায়তা করে। এরপরে আশে পাশের আরও কিছু বাসা-বাড়ি ও স্থাপনা পরিদর্শণ করে অপরিচ্ছন্ন পরিবেশ ও ময়লা আবর্জনা পাওয়ায় তাদেরকে সেসব অপসারণের নির্দেশ দিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যহত থাকবে।


   আরও সংবাদ