ঢাকা, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ চৈত্র ১৪৩২, ১৮ জ্বমাদিউল সানি ১৪৪৭

অনিদির্ষ্টকালের জন্য কুবির একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত 


প্রকাশ: ১০ এপ্রিল, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


অনিদির্ষ্টকালের জন্য কুবির একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত 

কুবি থেকে শাহীন আলম : বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ স্থগিতাদেশ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের (কুবি) সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরবর্তী কতৃপক্ষের নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত কর হলো। 

বিজ্ঞপ্তিতে সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে।


   আরও সংবাদ