ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ৫ টি বাস দিচ্ছেন আঃ কাদের মোল্লা


প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ৫ টি বাস দিচ্ছেন আঃ কাদের মোল্লা


জিটিসি প্রতিনিধিঃ সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে পাঁচটি বাস দেওয়ার অঙ্গীকার করেছেন বিশিষ্ট শিল্পপতি থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কলেজ অডিটোরিয়ামে ‘আপন আলোয় মানব জীবনের সংগ্রাম ও সাফল্য’ শীর্ষক একক বক্তৃতায় এ আশ্বাস দেন তিনি।

আবদুল কাদির মোল্লা জানান, ‘তিতুমীর কলেজে শিগগিরই বাস দিতে পারব। ১৬০ টাকা জোগাড় করতে না পারায় এসএসসিতে স্টার মার্কস পেয়েও এইচএসসি পরীক্ষা দিতে পারিনি। জীবন যে কত কঠিন তা খুব কাছ থেকে দেখেছি। তোমাদের মধ্যেও অনেকে হতাশ হও। বাস্তবতা দেখে থেমে যাও। জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। সমস্যা থাকবেই, সেখান থেকে সমস্যার সমাধান খুঁজে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন বলেন, ‘আবদুল কাদির মোল্লা শিল্পপতির জীবন থেকে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ করতে হবে। তিনি শ্রম দিয়ে নিজেকে গড়ে তুলে প্রতিষ্ঠিত হয়েছেন, সেই দিকে আমাদের ভ্রুক্ষেপ দিতে হবে।’

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, ‘আমাদের অনেক শিক্ষার্থী আছে, যাদের জীবনে অনেক কষ্ট ও হতাশা আছে। আশা করি, আবদুল কাদির মোল্লার জীবন থেকে শিক্ষা নিয়ে তাদের হতাশা কেটে যাবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, ‘আমি মনে করি কাদির মোল্লার মতো জীবন সকলের গড়া উচিত। সরকারি তিতুমীর কলেজের শ্রেষ্ঠ উপহার শিক্ষার্থীদের জন্য পাঁচটি বাস।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


   আরও সংবাদ