ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ২৪ ঘন্টার আল্টিমেটাম ঢাবিয়ানদের


প্রকাশ: ২২ জুলাই, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ২৪ ঘন্টার আল্টিমেটাম ঢাবিয়ানদের

   

ঢাবি প্রতিনিধি : ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদে মানবন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন। নতুবা কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে রাজু ভাস্কর্য পাদদেশে তারা এ মানববন্ধন করে।

মানববন্ধনে আদনান বলেন,‘যারা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে তারা যেন অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়। ছাত্র সমাজের আইকন, যুব সমাজের আইডল, অত্যন্ত সত্যবাদী ব্যারিস্টার সুমন যুব সমাজের অহংকার। তার বিরুদ্ধে মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা হোক।’

আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল্লাহ বলেন,‘আমাদের স্বাধীনতার স্বপক্ষের শক্তি, আমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ব্যারিস্টার সুমন আজ কোনো সাধারণ মানুষ নয়। এদেশের স্বাধীনতাকামী মানুষের  জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছেন তিনি। আজ বহির্বিশ্বে যখন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তখন তার বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর হলো ব্যারিস্টার সুমন।

তিনি বলেন, আজ প্রিয়া সাহাকে ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান’ ঐক্য পরিষদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই। এরপর সুমন ভাইয়ের বিরুদ্ধে যে মামলা করেছে স্পষ্ট দেশদ্রোহী। সুমন ভাই কোনো ব্যক্তির স্বার্থে আন্দোলন করেন নি। কোনো ব্যক্তির স্বার্থে দেশের পক্ষে কথা বলেন নাই। তিনি একমাত্র দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বপক্ষের স্বার্থে, দেশের সার্বভৌমত্ত্ব অক্ষুন্ন রাখার স্বার্থে
দেশের ক্রান্তি লগ্নে এগিয়ে এসেছেন।’

তিনি বলেন,‘আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। ব্যারিস্টার সুমন ভাইয়ের বিরুদ্ধে আর যদি কোনো পদক্ষেপ নেয় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলবে।’

এসময় শিক্ষার্থীরা বলেন,‘ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। ফেসবুকে ব্যারিস্টার সুমনের নামে খােলা ফেক আইডি থেকে দেয়া একটি বিভ্রান্তিকর স্ট্যাটাসের উপর ভিত্তি করে এ মামলাটি দায়ের করা হয়। যে ফেক আইডি থেকে উক্ত বিভ্রান্তিকর স্ট্যাটাসটি দেয়া হয়েছে তার সাথে ব্যারিস্টার সুমনের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। গত ২৮/০৫/২০১৯ তারিখে উক্ত পেইজের বিরুদ্ধে শাহবাগ থানায় ব্যারিস্টার সুমন নিজেই একটি জিডি করেন (জিডি নং-১৭০৯)।’

ডাকসুর সদস্য রাকিবুল হাসান ঐতিহ্য বলেন,‘আজ আমরা এই পবিত্র রাজুর ভাস্কর্যে দাঁড়িয়েছি সুমন ভাইয়ের জন্যে। আমাদের দেশ কতটুকু পিছিয়ে আছে তা সুমন ভাই তার লাইভের মাধ্যমে আমাদের দেখিয়ে দিয়েছেন। কিন্তু ভাল কাজ করলে অনেকে সহ্য করতে পারে না। কদিন আগে ফারুক স্যারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তখন তার পাশে দাঁড়িয়েছে। তিনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ নয়। পুরো বাংলাদেশের সম্পদ। তাই আমাদের দাবি অনতিবিলম্বে তার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে না হলে ছাত্র সমাজ জেগে উঠবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-প্রচার বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ বলেন,‘মিথ্যা মামলা প্রত্যাহার চাই, মিথ্যা মামলা প্রত্যাহার চাই, মিথ্যা মামলা চাই। আমরা ব্যারিস্টার সুমন হতে না পারি ব্যারিস্টার সুমনের যে সংগতিপূর্ণ কাজগুলো রয়েছে তা সবার মাঝে ছড়িয়ে দেয়া। ব্যারিস্টার সুমনের বাংলাদেশের প্রেক্ষাপটে যে ভালো কাজগুলো রয়েছে তা ভবিষ্যতে আরও ভালোভাবে করার নিরাপত্তা আমাদের দিতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত উদ্দিন, ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক ইসতেয়াক আহমেদ সহ আরও অনেক নেতৃবৃন্দ।

উল্লেখ্য গতকাল ২২ জুলাই (সোমবার) হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তির অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন গৌতম কুমার এডবর নামে রাজধানীর ভাষাণটেকের এক ব্যক্তি। তাকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। এর প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনের ডাক দেন।


   আরও সংবাদ