ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

ফাইনালে ভারতকে হারাবো: অধিনায়ক আকবর আলী


প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


ফাইনালে ভারতকে হারাবো: অধিনায়ক আকবর আলী

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রুমে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

প্রথমবারের মতো স্বপ্নের ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ। সিনিয়র টাইগাররা যা করতে পারেনি এবার তা করে দেখিয়েছে যুবারা।

এমন আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। জয়ের আত্মবিশ্বাস রয়েছে বাংলাদেশের ছেলেদের, এমনটাই জানান দিচ্ছেন টিমের অধিনায়ক আকবর আলী।

২০১৬ সালে ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপে কেবল শেষ চারে যেতে পেরেছিল তারা। এবার ফাইনালে উঠার সাথে সাথে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে আনার প্রত্যয় টাইগারদের।

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এই ফাইনালকে (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) স্বাভাবিক ম্যাচ হিসেবে নিচ্ছি। ফাইনাল ম্যাচ খেলার জন্য ছেলেরা সত্যি অধীর হয়ে আছে। ঘরে ট্রফি নেওয়ার জন্য এটা আমাদের জন্য খুবই ভাল সুযোগ।’

টাইগার কাপ্তান আরও বলেন, ‘আমরা পুরনো ম্যাচগুলো বিশ্লেষণ করছি এবং তা থেকে শেখার চেষ্টা করছি। আশা করি আমরা ভারতকে হারাবো।’


   আরও সংবাদ