ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ চৈত্র ১৪৩২, ১৯ জ্বমাদিউল সানি ১৪৪৭

জাবির শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মামুন ও সম্পাদক আমজাদ


প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


জাবির শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মামুন ও সম্পাদক আমজাদ

জাবি থেকে রাজু : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন (২৭১ ভোট) ও  সম্পাদক পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন (২৮৫ ভোট) জয়লাভ করেছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। ভোটে ৩০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। 

ভিসিপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এর প্যানেল থেকে সভাপতি, সহ সভাপতিসহ ৯ টি পদে জয়লাভ করে। অন্যদিকে ভিসি বিরোধী সংগঠন ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ এর প্যানেল থেকে সম্পাদক, যুগ্ম-সম্পাদকসহ ৬ টি পদে জয়লাভ করে।

ভিসিপন্থীরা হলেন, সহ-সভাপতি পরিবেশ বিজ্ঞান বিভগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান (২৮৬ ভোট) ও কোষাধ্যক্ষ ইনস্টিটিউট এব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক মো: মোতাহার হোসেন (৩২৬ ভোট)। সদস্য পদে ইংরেজী বিভাগের অধ্যাপক আহমেদ রেজা (২৮০ ভোট), সরকারও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ  (২৮৫ ভোট), প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা (২৯৬ ভোট), ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুসাইন মো. সায়েম (২৬৯ ভোট), ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম (২৯৩ ভোট), ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন (২৯৫ ভোট)। 

ভিসি বিরোধীরা হলেন- যুগ্ন-সম্পাদক প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. বোরহান উদ্দিন (২৮৫ ভোট)। সদস্য পদে - রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির (২৬৮ ভোট), প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন (৩৩২ ভোট), ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা (২৭২ ভোট), ভূগোল ও পরিবশে বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে সায়কা (২৯৭ ভোট)।


   আরও সংবাদ