ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

বশেমু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিল সোনালী ব্যাংক


প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


বশেমু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিল সোনালী ব্যাংক

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সোনালী ব্যাংক লিমিটেড পক্ষ থেকে পরিবহন সুবিধার্থে একটি এসি বাস উপহার দিয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) সোনালী ব্যাংক  প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার হাতে বাসের চাবি তুলে দিলেন ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টও আতাউর রহমান প্রধান।

এসময় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, প্রমুখসহ সোনালী ব্যাংক লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যাংকের নির্বাহীকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ