ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

প্রশাসনকে ছাত্রদলের ২৪ ঘণ্টার আল্টিমেটাম


প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


প্রশাসনকে ছাত্রদলের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার : বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন ধর্ষককে গ্রেফতার করতে ব্যার্থ হলে কঠোর আন্দোলন ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ধর্ষণের বিচারের দাবিতে ঢাবি ভিসি আকতারুজ্জামানকে দেওয়া স্মারকলিপি দেওয়ার পর রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল।

এসময় ছাত্রদল সভাপতি মাহমুদুর রহমান খোকন বলেন, রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে প্রশাসন ব্যার্থ। প্রয়োজনে দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ধর্ষককে খুঁজে বের করবে।

খোকন আরও বলেন, দেশে আজ কেউ নিরাপদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের শিকার হলো, কিন্তু এখনো জড়িতদের চিহ্নিত করা হলো না। এসময় তিনি ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন।

সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যমল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ